চাঁদপুর শহরের দক্ষিণ বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়ক এলাকার হাজি বাড়ি থেকে ১০ থেকে ১১ বছর বয়সী ঝুমা আক্তার নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। ২৮ জুলাই রোববার ভোর ৪/৫ টার দিকে সে তার শয়ন কক্ষ থেকে নিখোঁজ হয়। নিখোঁজ ঝুমা আক্তার বঙ্গবন্ধু সড়কের হাজী বাড়ির মোঃ টেলু মিজির মেয়ে।
তার স্বজনরা জানায়, ঝুমার মা মারা গেছে কয়েক বছর আগে। তাই তাদের তিন বোনকে এক সাথেই ঘুমাতে হয়। শনিবার রাতে তারা তিন বোন একসাথে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকেও তার বড় বোন তাকে ঘুমানো অবস্থায় দেখতে পায়। কিন্তু ভোর বেলা ফজরের আজানের পরে তাকে আর তার শোয়ার স্থানে তারা দেখতে পায়নি।
পরে স্বজনরা পরিচিত সব স্থানে তাকে খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পায়নি। দেশের বর্তমান পরিস্থিতি এবং কল্লা কাটার গুজবের ঝুমার নিখোঁজ হওয়ায় খুবই চিন্তিত আছেন তার পরিবার।
এদিকে তাকে খুঁজে না পাওয়ায় চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি নং ১৬৮০/২৮ জুলাই) করেছেন। যদি কেউ ঝুমার সন্ধ্যান পেয়ে থাকে তাহলে তার বড় ভাইয়ের ব্যবহৃত ০১৮৫০৯২০১৯৭ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ঝুমার স্বজনরা।
পরের প্রতিবেদনটি দেখুন-
প্রতিবেদক- কবির হোসেন মিজি, ২৮ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur