Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে ‘ধানের শীষ’ বলায় রক্ষা পায়নি জহির পাগলা
মতলবে ‘ধানের শীষ’ বলায় রক্ষা পায়নি জহির পাগলা
আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন মতলবের ’জহির পাগলা’

মতলবে ‘ধানের শীষ’ বলায় রক্ষা পায়নি জহির পাগলা

মতলবে সবাই এক নামে চিনে জহির পাগলাকে। পেলে খায়, নয়তো সে উপস থাকে। ধানের শীষের প্রাথী ড. জালাল উদ্দিন শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর-২ আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

খবর পেয়ে অন্যদের সাথে জহির পাগলা ছুটে যান। বেলা ১টায় ড. জালাল সুলতানাবাদ ইউনিয়নের তার নিজ গ্রামের বাড়িতে প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত করতে লুধুয়া কবরস্থানে যান।

এসময় অর্তকিত হামলা হামলা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীরা। জহির পাগলা স্বভাব সুলভ ভাবে ‘ধানের শীষ, ধানের শীষ’ শ্লোগান দিতে থাকেন। আর যায় কই, লাঠি দিয়ে সজোরে আঘাত করে মাথা ফেটিয়ে দেয়া হয় জহির পাগলার।

এসময় ড. জালালের গাড়িসহ ভাংচুর করা হয় কয়েকটি গাড়ী। আহত হয় বিএনপির অন্তত ২০জন নেতাকর্মী। অবশ্য পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ১৭ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

প্রতিবেদক:আশিক বিন রহিম
১৫ ডিসেম্বর,২০১৮

Leave a Reply