Home / সারাদেশ / ১৬ নভেম্বর চাঁদপুরে ৪ দিন ব্যাপি আয়কর মেলা ২০১৯ শুরু হচ্ছে
Tex--mela
ফাইল ছবি

১৬ নভেম্বর চাঁদপুরে ৪ দিন ব্যাপি আয়কর মেলা ২০১৯ শুরু হচ্ছে

সারাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে চাঁদপুরেও আগামি ১৬ নভেম্বর ৪ দিনব্যাপি আয়কর মেলা ২০১৯ শুরু হচ্ছে । এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে -‘কর প্রদানে স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ; নিশ্চিত হোক রূপকল্প  বাস্তবায়ন ।’

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেযর  নাছির উদ্দিন আহমেদ  জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে  আয়োজিত  শনিবার  বিকেল ৩ টায়  চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে  এর উদ্বোধন করবেন।

বিশেষ অতিথি থাকবেন  কুমিল্লার কর কমিশনার এম.এম. ফজলুল হক , বীরমুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল ।

চাঁদপুর কর সার্কেল অফিসের দেয়া তথ্য মতে,  চাঁদপুর জেলা ৩টি সার্কেলে বিভক্ত।  ২০১৯-২০২০ অর্থবছরের চাঁদপুরের কর আদায়ের  লক্ষ্যমাত্রা ১৬৩ কোটি ৩৫ লাখ। কর দাতার সংখ্যা ১৭ হাজার ৯ শ ৪৮ জন । এ পর্যন্ত আদায় হয়েছে ৩২ কোটি ৩৫ লাখ টাকা।

এর মধ্যে  চাঁদপুর -১৮ এর লক্ষ্যমাত্রা ১১৭ কোটি এবং আয় কর দাতার সংখ্যা ৩ হাজার । এ পর্যন্ত আদায় ১৭ কোটি টাকা । চাঁদপুর -১৯ এর লক্ষ্যমাত্রা ২৪ কোটি  ৩৫  লাখ টাকা এবং আয় কর দাতার সংখ্যা ৭ হাজার ৯ শ ৪৮ জন । এ পর্যন্ত আদায় ৩ কোটি ৭৪ লাখ টাকা । চাঁদপুর-২১ এর লক্ষ্যমাত্রা ২২ কোটি  এবং আয় কর দাতার সংখ্যা ৭ হাজার । এ পর্যন্ত আদায় ১১ কোটি ৭৯ লাখ  টাকা ।

চলতি ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৫ হাজার ৬ শ’ কোটি টাকা এবং আয়কর আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫ শ’ ৮৮ কোটি ১৬ লাখ টাকা।

প্রসঙ্গত , সপ্তাহব্যাপি এ আয়কর মেলায় ৬০ হাজার রির্টান দাখিল হতে পারে। ঢাকা ও চট্টগ্রামসহ ৮ টি বিভাগীয় শহরে ৭ দিন, ৫৬ টি জেলা শহরে ৪ দিন, ৪৮ টি উপজেলায় ২ দিন ও ৮ টি উপজেলা শহরে ১ দিনব্যাপি  এ  কর মেলা অনুষ্ঠিত হবে।

এবারের আয়কর মেলায় করদাতারা ২০১৯-২০২০ কর বর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। অনলাইনের মাধ্যমে ও আয়কর প্রদানের ব্যবস্থা রয়েছে। মেলায় ই-পেমেন্টের মাধ্যমে আয়কর পরিশোধের সুবিধা থাকবে।

২০১৮-২০১৯ অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর খাতে ৭২ হাজার ৮৯৯ কোটি ৯০ লাখ টাকা এবং আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর , সম্পূরক শুল্ক ও রপ্তানি শুল্ক ও টার্নওভার ট্যাক্সসহ ২ লাখ ২৩ হাজার ৮শ’ ৯২ কোটি ৪২ লাখ টাকা আহরিত হয়েছে বলে জানা গেছে ।

২০০৮ সাল থেকে আয়কর দিবস পালন করা হচ্ছে এবং ২০১০ সাল থেকে আয়কর মেলা আয়োজনের ফলে জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান ক্রমেই বেড়ে চলছে।

আবদুল গনি, ১৩ নভেম্বর ২০১৯