আগামি ৭ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর আসছেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ প্রধান ও চাঁদপুরের কৃতিসন্তান ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বিপিএম (বার)।
আগামি ৭ মার্চ চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ এর বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিন সন্ধ্যায় নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী হাবিবা জাবেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।
অনুষ্ঠান সূচি : ৭ মার্চ বৃহস্পতিবার ২টা ৪৫ মিনিটে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ। বিকেল ৩টায় প্রধান অতিথির আগমন। মঞ্চে আরোহন, অভিবাদন গ্রহণ, শুভ উদ্বোধন ঘোষণা। ৩টা ৪৫ মিনিটে ক্রীড়াক্রম, ৪টা ৪৫ মিনিটে চা-বিরতি। ৫টা ১৫ মিনিটে পুরস্কার বিতরণ। এর পরেই প্রধান অতিথির ভাষণ ও পুলিশ সুপার কর্তৃক ধন্যবাদ জ্ঞাপণ।
এদিকে জেলা পুলিশ এর বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ সফল করতে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম ইতিমধ্যে ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি
৬ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur