Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে নির্বাহী ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
Marriege-1

মতলবে নির্বাহী ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

চাঁদপুর মতলব উত্তরে বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতির পর বন্ধ হলো বাল্যবিয়ে। সোমবার রাত ৮টার দিকে মতলব উত্তর উপজেলার দক্ষিণ দুর্গাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

রান্না-বান্না সবই শেষ। ছোট পরিসরের আয়োজন তাই প্যান্ডেলটাও ছোট। খাবার জন্য একসাথে বসতে পাড়বে ৩০ জনের মতো। কন্যাকে বসানো হয়েছে সাজাবার জন্যে।

ঘড়িতে রাত ৮টা, বর পক্ষ এখনো এসে পৌঁছেনি কিন্তু পৌঁছেগেছে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিষ ঘোষ এর গাড়ি। হঠাৎ বরপক্ষ এসে পৌঁছালেও প্রশাসনিক কর্মকর্তার গাড়ি দেখে দৌড়ে পালায় বরপক্ষ। বিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হলেও কেবলমাত্র বে-রসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কারণে সবই পন্ড হয়ে যায়।

বিয়ের আয়োজন চলছিল ১০ম শ্রেণীতে পড়ুয়া তানিয়া আক্তারের। বাল্যবিয়ের কারনে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশীস ঘোষ বিয়ে বন্ধ করে কনের অভিভাবককে বাল্যবিয়ে না দেয়ার জন্যে পরামর্শ দেন। কনের অভিভাবক বাল্যবিয়ে না দেয়ার বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে ওয়াদাবদ্ধ হন।

স্টাফ করেসপন্ডেট
৬ মার্চ,২০১৯