চাঁদপুর টাইমস প্রকাশক ও সম্পাদক ইব্রাহীম জুয়েল জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি সবার কাছে এজন্যে দোয়া চেয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) নিউরো মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. মো. দেলোয়ার হোসাইন তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্যে ঢাকার শ্যামলী কিডনি হাসপাতালে রেফার করেছেন।
শনিবার (৬ জুলাই) সকালে শ্যামলী কিডনি হাসপাতালে শারিরীক বিভিন্ন পরীক্ষায়-নিরিক্ষা শেষে পারিবারিক সিদ্ধান্তে দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে উন্নত চিকিৎসা গ্রহণের কথা রয়েছে।
এর আগে গেলো বুধবার (৩ জুলাই) বিকেলে চাঁদপুর টাইমস কার্যালয়ে কর্মরত অবস্থায় হঠাৎ তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক পাশ্ববর্তী বেলভিউ হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুজাউদ্দোলা রুবেল তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরীক্ষা-নিরিক্ষা শেষে কিডনির নার্ভে পাথর রয়েছে বলে নিশ্চিত করেন।
পরের দিন একই হাসপাতালের কিডনী ও মুত্রনালী রোগ বিশেষজ্ঞ ডা. সফিকুর রহমানের স্মরণাপন্ন হন। তিনি ইব্রাহীম জুয়েলকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur