Home / চাঁদপুর / চাঁদপুরের ৮০ এতিমখানায় জেলা প্রশাসনের ইলিশ বিতরণ
চাঁদপুরের ৮০ এতিমখানায় জেলা প্রশাসনের ইলিশ বিতরণ

চাঁদপুরের ৮০ এতিমখানায় জেলা প্রশাসনের ইলিশ বিতরণ

চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খানের নির্দেশে সোমবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিগত ২২ দিনব্যাপী নিষেধাজ্ঞার সময় জব্দকৃত ইলিশ মাছগুলো জেলার বিভিন্ন উপজেলার ৮০টি এতিমখানাতে বিতরণ করা হয়েছে।

সোমবার জেলা প্রশাসনের ফেসবুক ওয়ালে ছবিসহ এ তথ্য জানানো হয়

তারমধ্যে জেলা কারাগার, সরকারি শিশু পরিবার, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্র – ছাত্রী, রামকৃষ্ণ মিশন/আশ্রমও রয়েছে।

জব্দকৃত ২৩৭৫ কেজি মাছ আজ বিতরণ করা হয়েছে। বাকি ৪১৮৫ কেজি মাছ নিয়ে ফৌজদারি আদালতে মামলা চলমান থাকায় তা আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ডিসপোজাল হবে।

মাছ বিতরণকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, উপজেলা নির্বাহী অফিসার, সদর কানিজ ফাতেমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কোল্ড স্টোরেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর, ২০১৮

Leave a Reply