ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে বাতাসের গতি বৃদ্ধি পেয়ে দ্বিতলা বিশিষ্ট্য ফার্মের উপরে গাছ পড়ে প্রাণ গেল সাড়ে ৭ হাজার মুরগির। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী ব্যবসায়ী।
১০ নভেম্বর রোববার বিকেলে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কড়েগো দোকান এলাকায় গাছ ভেঙ্গে এ ঘটনাটি ঘটে।
মুরগি খামারি ব্যবসায়ী নাজিম জানান, বিকেলে ঘুর্ণিঝড় বুলবুল তান্ডবে বড় গাছ পড়ে আমার দোতলা মুরগির ফার্ম ভেঙ্গে তছনছ হয়ে যায়। টিনের চাপায় এ সময় সাড়ে ৭ হাজার মুরগি মারা যায়। আর সাড়ে ৩শ মুরগী ঁেবচে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। সরকারের সহযোগিতা না পেলে আর কোন ভাবেই ঘুরে দাঁড়াতে পারবো না।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রোবববার বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে ঘণ্টায় ৮৩.৮৪ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস শুরু হয়। এতে চাঁদপুরে বেশ কয়েকটি বসতঘরসহ ব্যাপক গাছপলা হেলে পড়ার খবর পাওয়া যায়।
এছাড়া রোববার সকাল ৬টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চাঁদপুরে গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৭ মিলিমিটার।
মাজহারুল ইসলাম অনিক, ১১ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur