Home / চাঁদপুর / চাঁদপুরে ঘূর্ণিঝড় বুলবুলে প্রাণ গেলো সাড়ে ৭ হাজার মুরগির
hen-firm-affect

চাঁদপুরে ঘূর্ণিঝড় বুলবুলে প্রাণ গেলো সাড়ে ৭ হাজার মুরগির

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে বাতাসের গতি বৃদ্ধি পেয়ে দ্বিতলা বিশিষ্ট্য ফার্মের উপরে গাছ পড়ে প্রাণ গেল সাড়ে ৭ হাজার মুরগির। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী ব্যবসায়ী।

১০ নভেম্বর রোববার বিকেলে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কড়েগো দোকান এলাকায় গাছ ভেঙ্গে এ ঘটনাটি ঘটে।

মুরগি খামারি ব্যবসায়ী নাজিম জানান, বিকেলে ঘুর্ণিঝড় বুলবুল তান্ডবে বড় গাছ পড়ে আমার দোতলা মুরগির ফার্ম ভেঙ্গে তছনছ হয়ে যায়। টিনের চাপায় এ সময় সাড়ে ৭ হাজার মুরগি মারা যায়। আর সাড়ে ৩শ মুরগী ঁেবচে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। সরকারের সহযোগিতা না পেলে আর কোন ভাবেই ঘুরে দাঁড়াতে পারবো না।
hen-firm-affected

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রোবববার বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে ঘণ্টায় ৮৩.৮৪ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস ‍শুরু হয়। এতে চাঁদপুরে বেশ কয়েকটি বসতঘরসহ ব্যাপক গাছপলা হেলে পড়ার খবর পাওয়া যায়।
এছাড়া রোববার সকাল ৬টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চাঁদপুরে গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৭ মিলিমিটার।

মাজহারুল ইসলাম অনিক, ১১ নভেম্বর ২০১৯