চাঁদপুর শহরের পূর্বজাফরাবাদে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মিনহাজুল আবেদিন রাজু (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) বিকাল ৩ টার সময় ওই এলাকার সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাজু পূর্বজাফরাবাদ মৃত জয়নাল আবেদিনের ছেলে।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, রাজুর ঝুলন্ত লাশ তার শুয়ার ঘর থেকে উদ্ধার করা হয়।পরে সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
সে মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন ছিল বলে ধরনা করা হচ্ছে। তার একটি ছেলে সন্তান রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur