চাঁদপুর হাজীগঞ্জে হিট স্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পঁয়ষট্টি বছর বয়সী রুহুল আমিন উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়ন এর নোয়াদ্দা গ্রামের আমিরা বাড়ির বাসিন্দা।
সোমবার(২২ এপ্রিল) দুপুরে বাড়ির তিন তলার ছাদে ধান শুকাতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়। তাকে দ্রুত হাজিগঞ্জ বাজারের ভি আই পি হসপিটালে নিয়ে আসা হয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে বৃদ্ধের মৃত্যু হয়।
বৃদ্ধের সাত ছেলে সন্তান রয়েছে। তার ছেলে দেলোয়ার ও হাশেম বলেন, আমার বাবা একজন পরিশ্রমী মানুষ। সকালে ফজরের নামাজের পর থেকে ধানের কাজ করছিলো। মায়ের সাথে ধান শুকাতে ছাদে উঠে। ওই সময় প্রচন্ড রোদের তাপে হেলে পড়ে।
স্পেশাল করেসপন্ডেট
২২ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur