Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে অসহায়দের সেলাই মেশিন, শিক্ষার্থীদের ক্রিড়াসামগ্রী বিতরণ
haji-pic-0

হাজীগঞ্জে অসহায়দের সেলাই মেশিন, শিক্ষার্থীদের ক্রিড়াসামগ্রী বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩’র আত্ততায় অসহায় ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, ভ্যান ও প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের জন্য হারমোনিয়াম, ফুটবল, ভবিলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৩ নভেম্বর) অতিরিক্ত জেলা প্রশাসক মো. শওকত ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
বক্তব্যে তিনি বলেছেন, বর্তমান সরকার মানুষের উন্নয়নের লক্ষ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। সেই সাথে শিক্ষার প্রাথমিক স্তর থেকে খেলাধূলা ও সাংস্কৃতি চর্চার সুযোগ সকল শিক্ষার্থী যেন পায় সে লক্ষ্যে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। কোমল শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলা ও সংগীত বিশেষ ভূমিকা পালন করে। এ বিষয়ে সকল শিক্ষকগণ বিশেষ ভূমিকা পালন করবেন।

দুস্থ্যদের সম্পর্কে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে আমাদের সরকার ব্যাপক কর্মসূচি শুরু করেছে। জনগণকে অবহেলিত না রেখে তাদের জীবন ধারনের মূল ধারা রাখতে কর্মসংস্থান করে দিতে ভ্যান, সেলাই মেশিন দিয়ে সকলকে এ আত্ততায় আনা হয়েছে। ইউনিয়নের কার্যক্রম আজকে দৃশ্যমান। ইউনিয়ন পরিষদ কি কি সেবা দিচ্ছে জনগণ সহজে তার সুফল ভোগ করছে। যা বিগত দিনে ছিলোনা। তাই অলস সময় না কাটিয়ে অসহায় মানুষরা নিজেদের কাজে নিয়োজিত রাখতে পারে এ জন্য কর্মসংস্থান ব্যবস্থা সরকার করে দিচ্ছে। তাদের সদিচ্ছাই এখানে মূল ভূমিকা রাখতে পারবে।

ইউপি সদস্য মো. রবিউল আলম অরুনের উপস্থাপনায় ও পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া ও ডিষ্টিক ফ্যাসিলিটেটর মো. শাহরিয়ার রহমান।

অন্যাদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবু বকর, বোরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. মুকবুল আহমেদ, লোধপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম নাসরিন।

ওই সময় ইউপি সদস্য মো. আব্দুল মালেক (মানিক), মো. আবুল বাসার, মো. কুতুব উদ্দিন, মো. মনির শেখ, মো. মানিক মিয়াজী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ইউপি সচিব মো. আবুল বাসার, অফিস সহকারী মো. নাসির উদ্দিনসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
১৩ নভেম্বর, ২০১৮

Leave a Reply