Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই
fire

হাজীগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের হাজীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার(৬ মে) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ করিম গাজী বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণের আসার পূর্বে ওই বাড়ীর মহিউদ্দিন মানিক গাজীর বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।

মহিউদ্দিন মানিক গাজী জানায়, মাত্র পাঁচ মাস পূর্বে ঘরটি করেছি। ঘরের সব ফার্নিচার নতুন। সবই শেষ হয়ে গেল।

স্থানীয় বাসিন্দা সাঈদী মুরছালিন বলেন, করিম গাজী বাড়ীতে প্রায় ২০টি বসত ঘর। মানিক গাজীর ঘরের আগুন অন্যান্য ঘরে লাগেনি। তাই পুরো বাড়িটি ভয়াভহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তরে এর পূর্বেই সম্পূর্ণ ঘর পুড়ে ভস্মিভূত হয়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারানা করা হচ্ছে বৈদ্যুতি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, বৈদুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় বাড়িটি রক্ষা পেয়েছে।

খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বস্ত করেন।

প্রতিবেদক:মনিরুজ্জামান বাবলু
৬ মে ২০১৯