সারাদেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়ও পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে আলোর ফেরিওয়ালা কর্মসূচিটি ব্যাপক সাড়া জাগিয়েছে। ৫ মিনিটে ৫শ’ ৫০ টাকার বিনিময়ে গ্রাহক পাচ্ছে সোনালি আলোর বৈদ্যুতিক মিটার।
মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে আলো ফেরিওয়ালাদের বিদ্যুৎ সংযোগ দিতে দেখা মিলেছে। দায়িত্বরত কর্মচারী উত্তম জানান, সকাল থেকে এই কর্মসূচির কাজ করছি। গ্রাহকরাও বিড়ম্বনা ছাড়াই বিদ্যুৎ পেয়ে বেজায় খুশি। আমাদের কাছেও ভালো লাগছে।
চাঁদুপর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মোঃ কেফায়েত উল্ল্যাহ জানান, গত ৯ জানুয়ারি থেকে এই কার্যক্রমটি শুরু হয়। তিনটি উপজেলায় এ কার্যক্রমের আওয়তায় দশটি টিম কাজ করে যাচ্ছে। তারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি আরো জানান, ১৪ জানুয়ারি পর্যন্ত প্রায় দেড়শ বিদ্যুৎ সংযোগের মিটার দেয়া হয়েছে।
উপজেলার মোহাম্মদপুর মোল্লা বাড়ির হাছানুজ্জামান বলেন, আগে বিদ্যুৎ পেতে অনেক সময় অপেক্ষা করতে হতো। কিন্তু সাথে সাথে মাত্র ৫শ’ ৫০ টাকার বিনিময়ে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুবই আনন্দিত হচ্ছি।
স্টাফ করেসপন্ডেট
১৬ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur