বাংলদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির আয়োজনে শাসসুদ্দিন মাসুদের আহ্বানে বেতন বৈষম্য নিরসন ও ১১তম গ্রেড বাস্তবায়নের জন্য সারাদেশের ন্যায় হাইমচর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগন ব্যানার ফেষ্টুন নিয়ে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহি কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার(১৪ মার্চ) বিকেল ৩টায় সদর আলগীবাজার থানা রোডে প্রধান শিক্ষকের পরের গ্রেডের দাবীতে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সহকারি শিক্ষক সমিতির সহ সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.সালাউদ্দিন।
তিনি বলেন, আমরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করি না। মর্যাদা বৃদ্ধির জন্য আন্দোলন করছি। যত দিন প্রধান শিক্ষকদের পরের গ্রেডে অর্থাৎ ১১তম গ্রেডে উন্নিত করা না হবে ততদিন আমরা শান্তিপূর্ন কর্মসূচি চালিয়ে যাব। যত দিন শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা না হবে ততদিন মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়ন করা সম্ভব নয়। আমরা আশা করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মর্যাদা বৃদ্ধিসহ ১১তম গ্রেড বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।
এসময় আরও বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মানিক মিয়া, দপ্তর সম্পাদক নিশেষ নারায়ন মজুমদার, প্রধান শিক্ষক ভবানী সংকর মজুমদার, সহকারি শিক্ষক ওচমান গনি, সামীম খাঁন, ইমাম হোসেন, বাদশাহ মিয়া, খাদিজা বেগম।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষকদের সাথে ঐক্যমত পোষন করে প্রধান শিক্ষকগনও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন।
প্রতিবেদক:বিএম ইসমাইল
১৪ মার্চ,২০১৯