Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ১৪ মন জাটকা জব্দ : ২ জেলের কারাদণ্ড
jhatka arrest

হাইমচরে ১৪ মন জাটকা জব্দ : ২ জেলের কারাদণ্ড

চাঁদপুর হাইমচরে উপজেলায় মেঘনায় ২ মাস ব্যাপি জাটকা রক্ষা অভিযানের থানা অফিসার মোঃ আলমগীর হোসেন নেতৃত্বে ১৩ মার্চ রাত ২টায় উপজেলা চরভৈরবী ইউনিয়নের শহরআলি মোড়ে অসাধু মাছ ব্যবসায়ীরা জাটকা পাচারকালে স্থানীয় লোকজন হাইমচর থানাকে সংবাদ দেয়।

গোপন সংবাদের মাধ্যমে খবর আসে চর ভৈরবীর শহর আলীর মোড় দিয়ে প্রতিদিন মণে মণে ঝাটকা পাচার হয়ে যাচ্ছে। উক্ত সংবাদ উদ্ধতন কতৃপক্ষকে অবহিত করিয়া হাইমচর চরভৈরবী শহর আলী মোড়ে পৌছানো মাত্রই দুই ভ্যান গাড়ীতে চার ড্রাম ভর্তি জাটকা এবং ক্যারেন্ট জাল ফেলে পালানোর সময় দুই মাছ পরিবহন কারীকে আটক করা হয়।

আটককৃত দুইজন হাইমচর জালিয়ার চর এলাকার স্থায়ী বাসিন্দা। উদ্ধার কৃত জাটকা মাছের পরিমান অনুমান ১৪ মনের বেশী।উক্ত ঝাটকা বড় হলে বিক্রি করলে প্রায় ৫ কোটি টাকা আয় করা সম্ভব হতো।

আটককৃত দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর সাজা নিশ্চিত করা হয়। নৌ-পুলিশ,কোষ্ট গার্ডের পাশাপাশি হাইমচর থানা পুলিশ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

মেঘনা নদীর ঝাটকা ইলিশ রক্ষায় জেলে,আড়ৎদার, দাদন দার,মাছ ব্যবসায়ী,জন প্রতিনিধি সহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার,মৎস্য বিষয়ে জড়িত সকল শ্রেনীর এবং পেশাজীবি মানুষ কে এগিয়ে আসার উদাত্ত আহবান জানানো হচ্ছে।

এই ইলিশ জাতীয় সম্পদ। ইহাকে রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ত। আসুন সবাই ঝাটকা ইলিশ রক্ষায় যত্নবান হয়। ঝাটকা ইলিশ ধরে যারা,দেশ ও জাতির শত্রু তারা। হাইমচর থানাকে সংবাদ এবং তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ দেওয়া হচ্ছে।

প্রতিবেদক:বিএম ইসমাঈল
১৪ মার্চ,২০১৯