Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ঘূর্ণিঝড় ফণি আক্রান্তদের মাঝে ত্রান বিতরণ
fani haimchor

হাইমচরে ঘূর্ণিঝড় ফণি আক্রান্তদের মাঝে ত্রান বিতরণ

চাঁদপুর হাইমচরে ঘূর্ণিঝড় ফণি আক্রান্ত অসহায় মানুষদের জানমাল নিরাপত্তাসহ সকল ধরনের সহযোগিতা নিয়ে দুর্যোগ কবলিত মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

আজ সকাল থেকে ঘূর্ণিঝড় ফণি’র প্রভাবে হাইমচরে আকাশে কালো মেঘ সৃষ্টি হয়ে মেঘনা হয়ে উঠে উত্তাল। কখনো মেঘ, কখনো ঝড়ো হাওয়ায় আতংকিত হয়ে মানুষজন হাইমচর ডিগ্রী কলেজ ক্যাম্পাস আশ্রয়ন কেন্দ্রে অবস্থান নেয়।

আশ্রিত মানুষজনের মাঝে শুকনো খাবারসহ ত্রান বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা নির্বাহি অফিসার ফেরদৌসি বেগম, হাইমচর থানা অফিসার ইনচার্জ শেখ মো. মহাসিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন, ফায়ার সার্ভিস ইনচার্জ আমির হোসেন, বিদ্যুত অফিস ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনু রশিদ, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লাসহ সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ।

এসময় নূর হোসেন পাটওয়ারী বলেন, দূর্যোগ কবলিত মানুষের পাশে শেখ হাসিনা সরকারের সকল ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে। আমরা আমাদের উপজেলা পরিষদ ও প্রশাসন সবসময়ই মানুষের জানমালের নিরাপত্তা প্রদান সহ দুঃসময়ে তাদের পাশে থাকবো।

প্রতিবেদক:বি.এম. ইসমাইল
৪ মে ২০১৯