চাঁদপুর হাইমচরে রাকিব হোসেন ও ফারুক নিকট প্রতিবেশী। বয়স ৭ থেকে ৮ বছর বয়সী শিশুদ্বয় একই প্রতিষ্ঠানের ২য় শ্রেণীর ছাত্র এবং খুবই ঘনিষ্ঠ বন্ধু।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় প্রাইভেট পড়া শেষে দু’জন বেড়াতে বের হয়। হঠাৎ মাথায় বুদ্ধি আসে লঞ্চে চড়ে ঢাকা ঘুরতে যাবে। যেই কথা সেই কাজ।
ভয়ঙ্কর দুষ্ট আর দুঃসাহসিক এ দুই শিশু হাইমচর চরভৈরবী লঞ্চঘাট থেকে ঢাকাগামী একটি লঞ্চে চড়ে বসে। পৌঁছে যায় স্বপ্নের রাজধানী ঢাকা শহরে। ঘুরে দেখে ঢাকার অলিগলি।
এভাবেই চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে ঘর পালিয়ে ঢাকা ভ্রমণের বর্ণনা দিলো হাইমচর উপজেলা চরভৈরবী গ্রামের ঘর পালানো ২য় শ্রেণী পড়ুয়া দু’শিশু।
ওই গ্রামের জামতলা নূরানি কালিমুন কোরআন মাদ্রাসার ২য় শ্রেণী শিশু শিক্ষার্থী রাকিব হোসেন চাঁদপুর টাইমসকে জানায়, বৃহস্পতিবার সারা রাত এবং শুক্রবার সকাল অবদি তারা ঢাকার বিভিন্ন সড়কে ঘুড়ড়ে বেড়ায়। কুড়িয়ে পাওয়া ৫০ টাকায় কিছু খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করে।
বৃহস্পতিবার সকালে ১০টায় সদর ঘাট থেকে লঞ্চে চড়ে চাঁদপুর ঘাটে নেমে পরে। তারা ভেবেছিলো এই লঞ্চেই চরভৈরবী যেতে পারবে। কিন্তু চাঁদপুর ঘাটে নামার পরেই পথ হারিয়ে ফেলে। এখানে থেকে নিজ গ্রামে যাওয়ার পথ খুঁজতে গিয়ে হারিয়ে যায় তারা।
চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মিলন চাঁদপুর টাইমসকে জানান, শুক্রবার বিকেল ৪টার সময় চাঁদপুর শহরের মুসলিম পাড়া এলাকায় তাদের ঘুরঘুর করতে দেখা যায়। স্থানীয় দোকানি তপন ঘোষ প্রথমে শিশু দুজনকে দেখতে পান। পরে তাদের পরিচয় জানতে চাইলে বাড়ি থেকে পালিয়ে ঢাকা যাওয়ার কথা বলে।
এরপর তারা মাদ্রাসার শিক্ষক লোকমান হুজুরের ফোন নাম্বার বলতে সক্ষম হয়। আমরা প্রথমে ফোন করে বিষয়টি তার পরিবারকে জানাই এবং পরবর্তিতে তাদের মডেল থানা পুলিশ হেফাজতে পৌঁছে দেই।
শিশু ফারুক হোসেনের পিতা ছিদ্দিক হোসেন এবং রাকিবের মামা কালু জানান, বৃহস্পতিবার তারা প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিলো। বহু খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে আমরা হতাশায় পড়ে যাই। ওদের মায়েরা শোকে পাগল প্রায়। আল্লাহ্ সহায় ছিলেন বলেই বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা বেঁচে এসেছে।
অবশেষে বহু নাটকীয়তার পর রাত সাড়ে ১০টায় চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন, এসআই অনুপ চক্রবর্তীর উপস্থিতিতে শিশুদ্বয়কে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম
৩০ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur