Home / সারাদেশ / কয়েক ঘণ্টা ব্যবধানে গুলশানে ফের আগুন
Gulshan fire

কয়েক ঘণ্টা ব্যবধানে গুলশানে ফের আগুন

কয়েক ঘণ্টা ব্যবধানে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৪৫ নম্বর সড়কে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ও ধোঁয়ার কারণে ভবনের অনেকেই আতঙ্কিত হয়ে ভবনের নিচে নেমে আসেন।

শনিবার(৩০ মার্চ) ৩টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, ভবনটির এক কক্ষে টিউবলাইট বিস্ফোরণ হয়ে আগুন লাগে। আগুন লাগার পর আমাদের যেতে বলা হলো ২-৩ মিনিট পর তারাই ফোন দিয়ে বলল যেতে হবে না। ভবনটির কর্মকর্তারা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন।

প্রত্যক্ষদর্শী মারুফ হাসান বলেন, ধোঁয়া দেখে ও আগুনের সংবাদ শুনে ভবনের সবাই নিচে নেমে যায়। তবে কারও কোনো ক্ষতি হয়নি।

এর আগে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

গত বৃহস্পতিবার বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।(জাগো নিউজ)

বার্তা কক্ষ
৩০ মার্চ,২০১৯