চাঁদপুর হাজীগঞ্জের কৃতিসন্তান, ৬৯’র কুমিল্লাা ভিক্টোরিয়া কলেজের ছাত্রলীগের ভিপি, একাত্তরের মুক্তিযুদ্ধের সংগঠক,জাসদ প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য, কুমিল্লার বিশিষ্ঠ আইনজীবী হাবিবউল্লাহ চৌধুরী বুধবার (৩ জুলাই) ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না… … রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর ।
তিনি হাজীগঞ্জের হাটিলা ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামে ১৫ ডিসেম্বর ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। মরহুমের প্রথম জানাজা নামাজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টায় ঢাকার লাল মাটিয়া ,দ্বিতীয় জানাজা কুমিল্লায় ও শেষ জানাজা হাজীগঞ্জে তাঁর নিজ গ্রাম টঙ্গিরপাড়ায় অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
তাঁর মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মো.হাসান আলী সিকদার ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০১৯
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur