চাঁদপুর শহরে দিনে দুপুরে ফ্লাট বাসায় চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক
কবির হোসেন মিজি ।।
চাঁদপুর শহরে দিনে-দুপুরে ফ্লাট বাসায় চুরি করতে গিয়ে হাতেনাতে সোহেল(৩০) নামে এক চোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার ২৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টায় শহরের গুয়াখোলা ইদ্রিস আলী মোল্লার বাস ভবনের নিচতলায় ভাড়াটিয়া সৌদি প্রবাসী মনসুর আহমেদের ফ্লাটে এই চুরির ঘটনা ঘটে।
আটককৃত চোর সোহেল চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার বুট বাজার এলাকার আব্দুল হাই হকের ছেলে।
ওই বাসার ভাড়াটিয়া সিরাজ চোকদার জানায়, ভাড়াটিয়া নার্গিস আক্তার সোমবার বিকেলে তার গ্রামের বাড়ি শরীয়তপুর তারাবুনিয়া বেড়াতে যায়। সেই সুযোগে চোর চক্ররা ফ্লাট বাসার নিচতলায় পিছন দিয়ে রান্নাঘরের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। দ্বিতীয় তলার ভাড়াটিয়া মনোয়ারা বেগম টের পেয়ে নিচ তলায় এসে দুই চোর কে বাইরে দেখতে পায়। এ সময় আশেপাশের প্রতিবেশীদের জানালে তারা ঘরের ভিতর থেকে চোর সোহেলকে আটক করে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে থানায় নিয়ে যায়।
ফ্লাট বাসায় চুরি করার সময় তার সাথে কুমিল্লা জেলার চান্দিনা থানার মানিক সহ আরো কয়েকজন এলাকার চোর ছিল বলে আটক চোর সোহেল পুলিশকে জানিয়েছে।
এস আই কামাল হোসেন জানায়, মঙ্গলবার দুপুরে গুয়াখোলা এলাকার নার্গিস বেগমের বাসার রান্না ঘরের গ্রীল কেটে চুরি করার সময় পাশের বাসার মনোয়ারা বেগম তা দেখে ফেলে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের তাকে আটক করে থানায় খবর দিলে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
২৫ ডিসেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur