Home / চাঁদপুর / ‘চাঁদপুরের গ্রামীণ বাজারগুলোকে শহরের রুপ দিতে কাজ করতে হবে’
Mazedur Rahman Khan..
চাঁদপুর জেলা প্রশাক মো. মাজেদুর রহমান খান (ফাইল ছবি)

‘চাঁদপুরের গ্রামীণ বাজারগুলোকে শহরের রুপ দিতে কাজ করতে হবে’

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রোববার (২০ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরে প্রায় ২শ’ কোটি টাকার সোলার দেওয়া হয়েছে। তাই আমাদেরকে এর ব্যবহার সম্পর্কে বুঝাতে হবে। প্রতিটি গ্রামের একটি ছোট বাজারকে সৌর বিদ্যুতে রুপান্তরিক করা হবে। গ্রামকে শহরের সুবিধা দিতে এ উদ্যোগ। প্রতি উপজেলায় একটি ছোট গ্রামীন বাজারকে শহরের রুপ দিতে স্ব স্ব অধিদপ্তরকে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ধুমপানমুক্ত চাঁদপুর গড়বো, খোলা জায়গায় ধুমপান করা যাবে না। শহরের মোল হেড, আদালত প্রাঙ্গণে নির্ধারিত স্মোক জোন করা হবে। জেলায় ঠিকাদারা যে বাইপাস নির্মাণ করেছে তা নাজুক ও ন্মিমানের। ঠিকাদারা কোন রাজনৈতিক দলের সরকার তা দেখছেন না, তারপরও ঠিকাদার কাজের মান সঠিক রাখছেন না।

এ ব্যাপারে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। কোনভাবেই দপ্তরে দূর্নিতির আশ্রয় সহ্য করা হবে না। চাঁদপুরকে দেখে দেশের অন্য জেলা এগিয়ে আসবে সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। তিনি ভিশন সম্পর্কে বলেন, আমরা ২০২১ সালের ভিশনকে সামনে রেখে একযোগে কাজ করে যাচ্ছি। তাই আমাদের আগামী ৩ বছরের কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, সত্যিকার অর্থে ২০৪১ সালের বাংলাদেশ গড়তে হলে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা নিরোধে আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যন্ত এলাকায় যদি নিরাপত্তার সুযোগ বাড়াতে পারলে গ্রামকে শহরকে রুপান্তর করা সহজ হবে।

পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বস করি। নির্বাচনী ইসতেহার বাস্তবায়ন করতে হবে সকলের গতি বাড়িয়ে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। অন্য জেলা কি করছে তা না ভেবে আমাতের চাঁদপুর নিয়ে ভাবতে হবে। সমাজকে ভাল করতে হলে দূর্নিতিকে রোধ করতে হবে। তাহলে জিডিপি বৃদ্ধি পাবে।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, সন্ত্রাস, মাদক বিরোধী ও উন্নয়নের জন্য কাজ করতে হবে। এসময়ে কিছু আওয়ামীলীগের বাইরের লোকদের অতি আওয়ামীলীগার হিসেবে দেখা যাচ্ছে। তাই আপনারা কোন কিছুর দরকার হলে সভাপতি সাধারন সম্পাদকের সাথে সাক্ষাৎ করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইলিয়াছ মিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা শফিউদ্দিন। এ সময় জেলা তথ্য কর্মকর্তা নুরুল হক, জেলা শিশু একাডেমীর কর্মকর্তা কাউছার আহমেদ, শিক্ষা প্রকৌশল, বিদ্যুৎ বিভাগ, এলজিইডিসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি, ২০১৯

Leave a Reply