Home / চাঁদপুর / চাঁদপুরে ভূতুড়ে পোস্টপেইড বিল থেকে রেহাই পাচ্ছে না প্রিপেইড গ্রাহকরা
pre-paid-power-meters

চাঁদপুরে ভূতুড়ে পোস্টপেইড বিল থেকে রেহাই পাচ্ছে না প্রিপেইড গ্রাহকরা

চাঁদপুরে প্রিপেইড মিটার সংযোগ থাকার পরেও ভূতুড়ে পোস্টপেইড বিদ্যুৎ বিল থেকে রেহাই পাচ্ছে না গ্রাহকরা। প্রতিদিন-ই কোনো না কোনো গ্রাহকের মিটার বন্ধ করে দেয়া হচ্ছে এই ভূতুড়ে বিদ্যুৎ বিলের কারণে। কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া যখন তখন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়ায় অনেক গ্রাহক জানতেই পারছেন না তার বিদ্যুৎ কেনো বন্ধ।

এ বিষয়ে বেশি বিপাকে পড়ছেন চাঁদপুর শহরের ভাড়াটিয়া বাসিন্দারা। বিশেষ করে যখন বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ার পর জানতে বিদ্যুৎ বিভাগে খোঁজ নিয়ে জানতে পারেন তার ব্যবহৃত মিটারের নামে পূর্বে দেড় থেকে দু’বছর কিংবা তারও আগের পোস্টপেইড মিটারের বিল বকেয়া আছে। ওই বকেয়া পরিশোধ করা না হলে সংযোগ বন্ধ রাখতে হবে।

এ নিয়ে অনেক ভাড়াটিয়া বাড়িওয়ালা দ্বন্দ্ব করে বাসা ছেড়ে দিতে হচ্ছে। সবমিলিয়ে একটি বিশৃঙ্কল অবস্থা তৈরি হচ্ছে।

বিদ্যুৎ গ্রাহকদের এসন হয়রানি বন্ধে এবং এর থেকে উত্তরণে সুষ্ঠ পদক্ষেপ নেয়া প্রয়োজন। নচেৎ এর ফলে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হবে বলে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন, রাজনীতিক, সুধিজন।

এ বিষয়ে বুধবার (১২ জুন) চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা উঠে আসে। এসছাড়াও সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা, মাদক, অপরাধ, সড়ক দুর্ঘটনা রোধে আলোচনা করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহনাম খান তার বক্তব্যে বলেন, সরকার সাধরাণ জনগণের সেবা সহজি করণ করতে নানা উদ্যোগ নিয়েছে। অথচ ভূতুড়ে এই বিদ্যুৎ বিলের জন্যে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়টি সমাধান হওয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে আমরা উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলবো।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে চাঁদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের কিছু উধাসিনতা রয়েছে। যেভাবেই হোক এই হয়রানি বন্ধ করতে হবে। নয়তো সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হবে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদু, প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
১৩ জুন ২০১৯