মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আর এ কারণে আগামীকাল সেসব দেশে ৩০ রোজা পালিত হবে। অর্থাৎ বুধবার মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সোমবার (৩ জুন) মালয়েশীয় গণমাধ্যম দ্য স্টার অনলাইন এই খবর দিয়েছে।
এদিকে সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের তুমাইর চাঁদ পর্যবেক্ষণ কমিটি আজ সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখেছে বলে জানিয়েছে।
সে হিসেবে বাংলাদেশেও আগামিকাল চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বুধবার পবিত্র ঈদুর ফিতর উদযাপন হতে পারে।
করেসপন্ডেন্ট
৩ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur