Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
freedom-fighter-saiful-islam

মতলবে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ছয় ঘটিকার সময় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৬) বছর। তিনি বাবা, মা, চার ভাই, তিন বোন ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শুভাশিস ঘোষ এবং মতলব উত্তর থানার ওসি তদন্ত মোরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। মরহুমের জানাজার নামাজ পড়ান মতলব উত্তর উপজেলার জীবগাও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মোঃ আলী আহাম্মদ।

জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক ও ছেংগারচর পৌরসভার সসাবেক কমান্ডার আঃ সাত্তার।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ১৭ সেপ্টেম্বর ২০১৯