সৌদির রিয়াদে বৃহস্পতিবার (২৩ মে) মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত কচুয়ার ইব্রাহিমের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত ইব্রাহিম চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের মো. ফজলুল রহমানের ছেলে।
শনিবার (২৫ মে) নিহতের বাবা মো. ফজলুল রহমান জানান, প্রায় আড়াই বছর আগে জমি জমা বিক্রি করে ছেলেকে প্রবাসে পাঠান। ঘটনার দিন কর্মস্থলে যাওয়ার সময় রাস্তায় একটি প্রাইভেটেকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যায়।
তিনি আরো জানান, ওই দিন রাতে তার ছেলে সড়ক দুঘটনায় মারা গেছে বলে আত্মীয়ের মাধ্যমে খবর পান। নিহত ইব্রাহিমের স্ত্রী নুননাহার আক্তার ও মেয়ে মৌসুমি আক্তার (৮) ও ইয়াসছিন (৫) নামে দু’টি কন্যা সন্তান রয়েছে।
বর্তমানে তার লাশ সৌদির নাগরা হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে বলে তার সহযোগী বন্ধুদের বরাতে পরিবার গণমাধ্যমকে জানিয়েছে।
এদিকে সৌদিতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক নিহত যুবক মো. ইব্রাহিমের মৃত্যুর সংবাদ পেয়ে তার পরিবার ও সসদ্যবৃন্দ কান্নায় ভেঙ্গে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য মো.সফিউল খান ও যুবলীগ নেতা মো.শাহনেওয়াজসহ আরো অনেকে জানান, ইব্রাহিম একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। ইব্রাহিমের পরিবারে উর্পাজন করার মতো কেউ নেই। ঘরে তার বৃদ্ধ বাবা রয়েছে। দ্রুত তার লাশ দেশে ফিরত পেতে ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে সরকারের সংশ্লিষ্ট বিভাগে দাবি জানিয়েছেন এলকাবাসী।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
২৫ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur