Home / জাতীয় / নির্বাচন কমিশন ভবনে আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
Fire
প্রতীকী ছবি

নির্বাচন কমিশন ভবনে আগুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমে কর্তব্যরত অপারেটর ফরহাদুল আলম যুগান্তরকে জানান, রোববার রাত ১১টায় আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন ভবনের নিচতলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ফরহাদ।

–২য় আপডেট–

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রোববার রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত ১১টা ৬ মিনিটের দিকে ইসি ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভেতরে আগুনের ভয়াবহতা তেমন ছিল না। তবে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ভবনের নিচতলায় রিসিপশন, মিডিয়া সেন্টার, নিরাপত্তা কর্মকর্তার অফিস রয়েছে। এছাড়া নির্বাচন ভবনের বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের বিশেষ ব্যবস্থার গুদাম ও গাড়ির গ্যারেজ রয়েছে।

ইসি সচিব মো. আলমগীরের মতে, মোট ৪ হাজার ৫০০ ইভিএম সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশন ভবনের নিচতলায় কিছু ইভিএম ছিল। তবে কত ছিল তা বলতে পারেননি তিনি। কিছু ইভিএমের ক্ষতি হয়েছে।

বার্তা কক্ষ, ৮ সেপ্টেম্ব্রর, ২০১৯