Home / উপজেলা সংবাদ / কচুয়া / অন্যের ঝগড়ায় বাধা দেয়ায় পিতা-পুত্রের ওপর হামলা
Chandpur-Times

অন্যের ঝগড়ায় বাধা দেয়ায় পিতা-পুত্রের ওপর হামলা

চাঁদপুরে কচুয়ায় অন্যের ঝগড়া থামাতে গিয়ে বাধাঁ দেয়ায় বাবা-ছেলের উপর হামলা করা হয়েছে। গত বুধবার বেলা ১২টার দিকে উপজেলার শুয়ারুল গ্রামস্থ মোড়ে এ হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হচ্ছেন- ওই গ্রামের কামাল হোসেন ব্যাপারী (৫৫) ও তার ছেলে ওমর ফারুক (২৮)। হামলার শিকার গুরুতর আহত মো. ওমর ফারুক বর্তমানে আশংখাজনক অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার কামাল ব্যাপারী বলেন, আমি শুয়ারুল মোড়ে অবস্থিত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দেখ বালের দায়িত্বে আছি। ঘটনার দিন একই গ্রামের আলম ও শানু গংরা বিবাধে জড়িয়ে পড়ে। এতে আমি বাধাঁ দিলে একই গ্রামের আলম মিয়া ক্ষিপ্ত তার নিদের্শে শাহআলম, নাঈম, সাকিব, আবু তাহের ও শানু গংরা আমাকে অন্যায় ভাবে মারধর করে।

একপর্যায়ে আমার ছেলে ওমর ফারুক খবর পেয়ে এগিয়ে আসলে তাকেও পাশ্ববর্তী বাসুর দোকানে আটকে রেখে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে অমানুষিক ভাবে মারাত্মক আহত করে এবং ওমর ফারুকের সাথে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি মূল্যবান মোবাইল সেট হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।

এছাড়া হামলাকারীরা প্রভাব খাটিয়ে তাদের বর্তমানে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে কামাল ব্যাপারী দাবী করেন। এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ১১ অক্টোবর ২০১৯