বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ১৫ আগষ্ট বৈরী আবহাওয়ার মধ্যদিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে খুনের মধ্যদিয়ে জাতিকে স্তব্ধ করতে চেয়েছিল, তার সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে খুনিদের বিচারের মধ্যদিয়ে বাঙ্গালী জাতি কলংক মুক্ত করেছে।
শোকসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকারের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ – সভাপতি রফিকুল আমিন কাজল, সহ – সভাপতি লোকমান তালুকদার, ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা সেক্টর কমান্ডার ফোরামের সাধারন সম্পাদক প্রফেসর এম তবিবুল্লাহ, উপজেলা যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম আহবায়ক হাজী শফিকুর রহমান , মহিউদ্দীন ভুঁইয়া ইরান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আকবর হোসেন মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ প্রমুখ।
প্রতিবেদক- শিমুল হাছান, ১৫ আগস্ট ২০১৯