চাঁদপুর শহরের নতুন বাজার-পুরাণ বাজার সংযোগ সেতুর অভিমুখে পাবলিক টয়লেট ও জনসচেতনতার অভাবে দূষিত হচ্ছে একটি উচ্চ বিদ্যালয় এবং জেলা ডাক বিভাগের সামনের পরিবেশ।
যেখানে সড়কের পাশে খোলা পরিবেশে প্রতিনিয়তই সাধারণ মানুষজন মলমূত্র ত্যাগ করে থাকে। সাধারণ মানুষজন এমন খোলা জায়গায় প্রসাব করার কারণে একদিকে যেমন নোংরা হচ্ছে শহরের সুন্দর পরিবেশ অন্যদিকে দূষন হচ্ছে চাঁদপুর জেলার প্রধান ডাকঘর এবং লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের পরিবেশ।
দীর্ঘ কয়েক বছর ধরে লক্ষ্য করা গেছে যে, চাঁদপুর শহরের পালবাজার গেটের অভিমুখে পৌর সুপার মার্কেট সংলগ্ন পোস্ট অফিসের সামনের সড়কের পাশে লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল লাগোয়া ড্রেনের ভেতর প্রতিদিন শহররের মানুষজন মলমূত্র করে থাকেন। শুধু তাই নয় এর পাশাপাশি পালবাজার ব্যবসায়ীদের বিভিন্ন ময়লা আর্বজনাও সেখানে ফেলতে দেখাযায়। যার কারনে ময়লা আর্বজনার পঁচা দুর্গন্ধ ছড়িয়ে যেমন পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে একই ভাবে প্রসাবের দুর্গন্ধেও পথচারী এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নাক ঢেকে চলাচল করতে হচ্ছে।
ওইস্থানে গিয়ে দেখাযায়, এসব পরিবেশ দূষন মুক্ত রাখতে ওইস্থানে চাঁদপুর পৌরসভা কর্তপক্ষ সেইস্থানে বড় অক্ষরে প্রসাব করা নিষেধ লিখে বেশ কয়েকটি ব্যানার সাঁটিয়ে রেখেছেন। কিন্তু জন সচেতনতার অভাবে কোন কাজেই আসছেনা সেই ব্যানারের লেখা।
বিদ্যালয়ের দেয়ালে তিন চারটি ব্যানারে ওইস্থানে প্রসাব না করার কথা লেখা দেখেও সেখানেই প্রতিনিয়ত শত, শত মানুষ প্রসাব করে থাকে এবং ব্যবসায়ীদের পঁচা, দুর্গন্ধযুক্ত ময়লা অার্বজনা সেখানে ফেলে রাখেন। যার জন্য লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ চরম দুর্ভোগ পোহাচ্ছে শহরবাসি।
আর শহরের প্রধান সড়কের পাশে এমন দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারে ব্রীজের গোড়ার আশে পাশে একটি পাবলিক টয়লেট। এমনটাই মন্তব্য প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, যানবাহন চালক ও যাত্রী সাধারনরা।
স্থানীয় ব্যবসায়ী ফারুক বেপারী, আনোয়ার হোসেন, ফয়সাল, হারুন, সিএনজি স্কুটার চালক হিরন, মাসুদ, নয়নসহ বেশ ক,জন ব্যাক্তি জানান, পালবাজার ব্রীজের গোড়ায় সিএনজি স্কুটারে করে জেলার বিভিন্ন স্থান থেকে অনেক যাত্রী আসা যাওয়া করে। এখানে আশে পাশে কোন পাবলিক টয়লেট না থাকার কারণে দেখা যায়, অনেকেই বাধ্য হয়ে সড়কের পাশে ড্রেনে প্রসাব করে থাকেন।
তারা জানান, যদিও পালবাজার এবং মার্বেটের ভেতর টয়লেট রয়েছে কিন্তু অনেক সাধারণ মানুষ সেটি অবগত না থাকায় এখানেই প্রতিদিন প্রসাব করে শহরের সুন্দর্য এবং পরিবেশ নষ্ট করছে। তাদের দাবি পৌর কর্তপক্ষ যদি ব্রীজের গোড়ার পাশে একটি পাবলিক টয়লেট নির্মান করেন তাহলে হয়তো আস্তে আস্তে মানুষ সেখানেই প্রয়োজনীয় কাজ সারতে অভ্যস্ত হতেন। তখন হয়তো কোন মানুষ সড়কের পাশে প্রসাব পায়খানা করে পরিবেশ দূষিত করতো না।
জনসচেতনতার অভাবে প্রতিদিন ওইস্থানে প্রসাব করার কারনে সবচেয়ে গুরত্বপূর্ন বিষয় হচ্ছে পোস্ট অফিস এবং বিদ্যালয়ের সামনের স্থানটি মারাক্তক ভাবে দূষিত হচ্ছে। তাই এ দুটি প্রতিষ্ঠানের সামনের সৌন্দর্য এবং পরিবেশ রক্ষা করতে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ তার আশে পাশে পাবলিক টয়লেট তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
ছবি ও প্রতিবেদন- কবির হোসেন মিজি
১ এপ্রিল, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur