Home / সারাদেশ / মতলবে ৬ পুলিশ সদস্য মিলে বন্ধ করলেন বাল্য বিয়ে
Child Marrige
প্রতীকী ছবি

মতলবে ৬ পুলিশ সদস্য মিলে বন্ধ করলেন বাল্য বিয়ে

চাঁদপুরেন মতলব দক্ষিণের ঘোড়াধারী গ্রামের ফারুক মাস্টারের বাড়ীতে বাল্যবিয়ের আয়োজন চলছে। এ নিয়ে দুশচিন্তায় ছাত্রী, সহপাঠী ও শিক্ষকরা। অবশেষে ইউএনও’র নির্দেশে সোমবার দুপুরে বিয়েটি পণ্ড করে পুলিশ। এতে স্বস্তি পান সবাই।

ভুক্তভোগী ছাত্রী ছাত্রী নিশি আক্তার ঔই বাড়ির আবুল হাসেম বকাউলের ছেলে। সে ঘোড়াধারী পিংড়া বাজার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

মতলব দক্ষিণ ইউএনও শাইিদুল ইসলাম বলেন, নির্দেশ পেয়ে স্থানীয় চেয়ারম্যান গোলাম মোস্তফা, মতলব থানার এসআই জহিরুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য বিয়ে বন্ধ করেন। তারা আইন অমান্য ও প্রতারণা করে ফের বাল্য বিয়ে দেয়, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পিংড়া বাজার হযরত শাহাজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন তপাদার বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত দেয়া হয়েছে, নিশি আক্তার লেখাপড়া করবে।

অভিভাবক পড়াশুনা খরচ দিতে পারবেনা বলে জানিয়েছে। তাকে ফ্রি পড়ালেখা করানো হবে। অভিভাবক শুধু থাকা-খাওয়ার ব্যবস্থা করলে চলবে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
১ এপ্রিল, ২০১৯

Leave a Reply