প্রেস ক্লাব ফরিদগঞ্জের ব্যতিক্রম আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের পর দিন বৃহস্পতিবার (৭ জুন ) বিকেলে ওই সংগঠনের সদস্যদের ঈদ-পুর্নমিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাব ফরিদগঞ্জের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে সকল সদস্যই একই রকম পাঞ্জাবি পড়ে প্রথমে ব্যতিক্রমধর্মী ফটোশেন শেষে মিষ্টি মুখ ও চা-চক্রে মিলিত হন।
পরে ঈদ পুর্নমিলন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি এমকে মানিক পাঠানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলালের সঞ্চালনায় ঈদের আনন্দঘন মুহুর্ত নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব ফরিদগঞ্জের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরি কমিটির সদস্য প্রভাষক মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য আতাউর রহমান সোহাগ।
এ ছাড়াও উক্ত আলোচনা সভায় প্রেসক্লাব ফরিদগঞ্জের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ- সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি এনামুল হক খোকন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শিমুল হাছান, দপ্তর সম্পাদক আবুল হাসনাত, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মো.মোমিন, অর্থ সম্পাদক শফিকুর রহমান, সদস্য টিপু পাঠান, মো. মাসুম তালুকদার, কেএম হাছান ও মো. মনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
করেসপন্ডেন্ট
৯ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur