Home / চাঁদপুর / ’কমিউনিটি পুলিশিং সদস্যদের জন্যেই রাতের চাঁদপুর বেশি নিরাপদ’
eid-product-distribution-in-community-police

’কমিউনিটি পুলিশিং সদস্যদের জন্যেই রাতের চাঁদপুর বেশি নিরাপদ’

চাঁদপুরে পৌর এলাকায় ১৫টি অঞ্চলের কমিউনিটি পুলিশিং এর ১২৭ জন টহল সদস্যদের মাঝে পৌরসভার সহায়তায় চাউল এবং একজন ধণাঢ্য ব্যক্তির পক্ষ থেকে নগদ নগদ টাকা ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

রোববার (২ জুন) বেলা ১১টায় শহরের ছায়াবানি সিনেমা হল (সাবেক) এলাকায় এই ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

পুলিশ সুপার মো. জিহাদুল কবির বলেন, আজকের এই ঈদ উপহার বিতরণের মূল উদ্দেশ্য হলো ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া। কমিউনিটি পুলিশিং সদস্যরা পুলিশেরই ছায়া অংশ। আজকে দিনের চাঁদপুরের চেয়ে রাতের চাঁদপুর অনেক বেশি নিরাপদ হয়েছে এই কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের জন্যেই।

তিনি আরও বলেন, চাঁদপুরবাসী শান্তি রক্ষায় কমিউনিটি পুলিশিং টহল সদস্যরা অতিথের মতো আগামীতেও কাজ করে যাবেন। যারা মাদক সেবন করে কিংবা বিক্রি করে তারা যাতে প্রভাব বিস্তার করতে না পারে এজন্যে আপনাদের আরও বেশী সজাগ থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম উদ্দিন, ওসি (তদন্ত) মো. হারুনুর রশীদ, ওসি (ইন্টেলিজেন্ট) আব্দুর রব, চাঁদপুরে জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি রোট. মো. জামাল হোসেন, সদস্য গাজী আব্দুল গণি প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম
২ জুন ২০১৯