চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় দলীয় অসহায় নেতা-কর্মী এবং দরিদ্র, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ মে) দিনভর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ডিজি (মহাপরিচালক) ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জি. মোহাম্মদ হোসাইন উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে এই ঈদবস্ত্র বিতরণ করেন।
ওইসময় ইঞ্জি. মোহাম্মদ হোসাইন দলীয় নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার ইফতারের আয়োজন করেন।
ঈদবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা,
উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, ছাত্রলীগ নেতা নেছার পাটওয়ারী প্রমুখ।
করেসপন্ডেন্ট
২৫ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur