চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর সেকদির ৮নং ওয়ার্ডের মোল্লার বাড়ির একটি খামারের হাঁস মেরে ফেলছে স্থানীয় একটি চক্র।
এঘটনায় ৩০ অক্টোবর মঙ্গলবার ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে। জিডি নং- ১৪৮৭। বেশ কয়েক মাস ধরে খামারে পালিত ১০ থেকে ১৫ টি করে হাঁস মেরে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন উত্তর সেকদির বাসিন্দা মো. তানভির হোসেন।
তিনি জানান, গত ৫-৬ মাস আগে ওই এলাকার একটি চায়ের দোকানে মহিউদ্দিন খান মোহন, মাঈনুদ্দিন খান, শোভন হোসেন ও শামীম আরা মোহনের সাথে রাজনৈতিক একটি বিষয় নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এরপর থেকেই তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। এভাবে বেশ কয়েক মাস ধরে আমার খামারের হাঁসগুলো মেরে ফেলছে।
থানার অভিযোগ পত্রে বলা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন বিষয়াদি নিয়ে আমাদের সাথে শত্রুতা পোষন করে আসছে। প্রায়ই আমাদের সাথে গাল-মন্ড, হুমকি ধমকি দিয়ে আসছে। আমার একটি প্রকল্প খামারের প্রায় দেড় শতাধিক হাঁস মহিউদ্দিন খান মোহন, মাঈনুদ্দিন খান, শোভন হোসেন ও শামীম আরা মোহন মেরে ফেলেছে। এতে করে আমার ৬০-৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
এছাড়া খামারের লিজকৃত মালিককে হুমকি দিয়ে আসছে, যাতে আমাকে এখানে হাঁস পালন করতে না দেওয়া হয়।
এদিকে মঙ্গলবার খামারের হাঁসগুলো অভিযুক্তরা মারতে থাকায় তাতে বাধা দিতে গেলে তানভিরের মায়ের উপর আঘাত এবং গালমন্ড করতে থাকে। এভাবে প্রতিদিন খামারের হাঁস মেরে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তানভির।
স্টাফ করেসপন্ডেন্ট, ৩০ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur