চাঁদপুর সদর উপজেলা বহরিয়া এলাকায় বেশ কিছু তরুণদের সমন্বয়ে সামাজিক আন্দোলনের লক্ষ্যে দুর্বার যুব সংঘের আত্ম প্রকাশ হয়েছে। একঝাঁক তরুন যূবকের চিন্তা চেতনা নিয়ে, সামাজিক অবক্ষয় রোধে নিজনিজ অবস্থান থেকে, সমাজ এবং দেশের কাজে নিজেকে আত্ম নিবেদিত করাই তাদের উদ্দেশে।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মোঃ শাহিনকে সভাপতি ও মোঃ রাসেল গাজীকে সাধারণ সম্পাদক মনোনিত করে এর আত্মপ্রকাশ হয়।
সংগঠনটির সভাপতি ২১ আগস্ট এক প্রেস বার্তায় জানায় ‘আমরা আমাদের অবস্থান থেকে এগিয়ে এসেছি , আলোর পথে চলব, আলোর পথ দেখাব।
আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে, আমাদের অবস্থান থাকবে স্বচ্ছতার সাথে।’
প্রেস বিজ্ঞপ্তি, ২১ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur