Home / চাঁদপুর / বেকার যুবক-যুবতীদের যেসব সুবিধা দিচ্ছে চাঁদপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ
jub-trainin-center-chandpur

বেকার যুবক-যুবতীদের যেসব সুবিধা দিচ্ছে চাঁদপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ

চাঁদপুর যুব উন্নয়নের প্রশিক্ষণে শত শত বেকার স্বাবলম্বী হচ্ছে। সমাজে নিজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পেরেছে। তাই প্রতি বছরের ন্যায় চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তর ২০১৯-’২০ অর্থবছরেও জেলার বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ কোর্স পরিচালনার পদক্ষেপ গ্রহণ করেছে।

চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো.সামছুজ্জামান সোমবার (১৯আগস্ট) চাঁদপুর টাইমসকে বিষয়টি জানান।

প্রাপ্ত তথ্য মতে,চলতি ২০১৯-২০ অর্থবছর চাঁদপুরে ৮ টি বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ কোর্স গ্রহণ করেছে। প্রতিটি কোর্স যুব উন্নয়নের প্রশিক্ষিত ও অভিজ্ঞ প্রশিক্ষকগণ দিয়ে পরিচালিত হয়ে থাকে।

এ গুলোর মধ্যে রয়েছে- গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ যা ৩ মাসের ২ টি ও ১ মাস ব্যাপি ১ টি,কম্পিউটার বেসিক কোর্স ৬ মাস ব্যাপি প্রশিক্ষণে ৭০ জন করে ২ টি, ইলেকট্রিক্যাল এন্ড হাইজ ওয়্যারিং প্রশিক্ষণে ৬০ জন করে ৬ মাসের ২টি, পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সে ২৫ জন করে বছরে ৪টি, মৎস্য চাষ প্রশিক্ষণে ১ মাস ব্যাপি ১০টি, ফ্রিল্যান্সিং ২০ জন করে ৩টি ও ন্যাশাল সার্ভিস ৩ মাসের ২ টি কোর্স পরিচালনা করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো.সামছুজ্জামান উপ-পরিচালক মো.সামছুজ্জামান বলেন, ‘বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সরকারের এ বিভাগ বেশ ক’টি কোর্স পরিচালনা করতে নির্দেশ রয়েছে। শুধু তাই নয়-চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসংস্থান ব্যাংক ও জনতা ব্যাংকের মাধ্যমে প্রশিক্ষিত একজন বেকারকে ৬০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত কিস্তিতে পরিশোধের শর্তে ঋণ পেতে সহাযতা করে ।’

তিনি আরো বলেন, ‘ চাঁদপুরের সকল উপজেলায় শত শত বেকার যুক-যুবতী কোর্সগুলো থেকে কোনো না কোনো প্রশিক্ষণ নিয়ে তাদের বেকারত্ব ঘুচাতে পেরেছে। এ সংস্থা প্রদত্ত ন্যাশাল সার্ভিস কোর্স সম্পন্ন করে এ পর্যন্ত ৩ ,২৭৩ জনের মধ্যে ৩,০০৭ জন চাকরি করছে।’

প্রতিবেদনে : আবদুল গনি
২১ আগস্ট ২০১৯