চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাশেরবাগ শেখ বাড়িতে অপরিকল্পিত পুকুর ড্রেজিংয়ের অভিয়োগ উঠেছে।
এতে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের বসতবাড়ি হুমকির মুখে পড়ায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করে।
পরে পুলিশ সোমবার (২০ মে) ৩টি ড্রেজিং মেশিন জব্দ করে থানায় নিয়ে যায়।
সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, তাদের মালিকানা থাকা সত্ত্বেও একটি তাদেরকে অবগত না করেই আরেকটি পুকুর ইজারা। সম্প্রতি ওই পুকুর হতে অবৈধ ভাবে ড্রেজিং করে তারা বালি বিক্রি করা শুরু করে এতে কয়েকটি বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে ওসি আব্দুর রকিব জানান, অভিযোগের ভিত্তিতে ৩ টি ড্রেজার জব্দ করা হয়েছে।
করেসপন্ডেন্ট, ফরিদগঞ্জ
২০ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur