Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / শেখ হাসিনা জীবিত থাকাবস্থায় এদেশে কোন গৃহহীন থাকবে না : মেজর রফিক
dont-be-homeless

শেখ হাসিনা জীবিত থাকাবস্থায় এদেশে কোন গৃহহীন থাকবে না : মেজর রফিক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেছেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় এদেশে কেউ গৃহহীণ থাকবেনা। গৃহহীন সকল পরিবারক জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন তহবিল থেকে গৃহ প্রদান করছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের হাজীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রহয়ণ প্রকল্প-২ ‘যার জমি আছে, ঘর নেই’ প্রকল্পের আওতায় গৃহহীণদের ঘর প্রদান প্রকল্প পরিদর্শন ও ঘর প্রদানকালে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আজ আইএমএফও বলছে- দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধিতে বাংলাদেশ প্রথম স্থানে আছে। দেশের প্রবৃদ্ধি ৮ দশমিক ২ হয়েছে, আগামীতে সেটি আরও বাড়বে।

কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দরদী মনোভাবের কথা উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশেল প্রতিটি মানুষের জন্যই বঙ্গবন্ধ কন্যা শেখ হাসিনা নিবেদিতপ্রাণ। তিনি জেগে আছেন বলে দেশের মানুষ আজ শান্তিতে ঘুমায়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, যুগ্ম সম্পাদক আবদুর রহমান মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদে প্যানেল চেয়ারম্যান হাজী জসিম,

ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, সফিকুল ইসলাম মীর, কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. মনির হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, সদস্য এম আই মজুমদার তুষার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদি হাছান রাব্বি প্রমুখ।

২১ সেপ্টেম্বর ২০১৯