Home / চাঁদপুর / খালেদা জিয়া কারাগারের ভেতরেও ভালো সুযোগ-সুবিধা পাচ্ছেন : শিক্ষামন্ত্রী
Dipu-Moni
ডা. দীপু মনি (ফাইল ছবি)

খালেদা জিয়া কারাগারের ভেতরেও ভালো সুযোগ-সুবিধা পাচ্ছেন : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, খালেদা জিয়া আইনী প্রক্রিয়ার মধ্যদিয়ে দোষী সাব্যস্থ হয়ে কারাবাস করেছেন। তার মুক্তির ব্যাপারে সরকারের কিছুই করার নেই। আইনী প্রক্রিয়ার মধ্য দিয়েই সব কিছু করতে হবে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরে কদমতলাস্থ নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি দাবি করেন, খালেদা জিয়া জেল খানার ভেতরেও ভালো সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাঁর দেখ-ভাল করার জন্য সর্বক্ষণই গৃহ পরিচালিকা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আইনী প্রক্রিয়া ছাড়া অন্য কোনো মাধ্যম নেই।

শিক্ষামন্ত্রী বলেন, খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি যা চেয়েছেন প্রায় সবধরণের সুযোগ সুবিধাই প্রদান করা হয়েছে বিধি অনুযায়ী। তাকে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার কোন সুযোগ সেই, কারণ তিনি দ-িত আসামি। দেশে ভিতর সব ধরনের চিকিৎসা সুবিধা তিনি পাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রাথী নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদা সুলতানা, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজ খান বাদল, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দীন প্রমুখ।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
৫ মার্চ, ২০১৯