চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি উপজেলা পরিষদ নির্বাচনে নিজ গ্রামে লাইনে দাঁড়িয়ে নির্বাচনী কেন্দ্রে ভোট দিয়েছেণ।
রোববার(২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় তিনি সদর উপজেলার রামপুর সদর ইউনিয়নের ৪১নং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেছে।
চাঁদপুরের ৭ উপজেলায় সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। কোনো কোনো কেন্দ্রে ভোটারের উপস্থিতি থাকলেও অনেক কেন্দ্র ছিল ভোটার শূন্য। প্রত্যেকটি কেন্দ্রে ছিল ব্যাপক নিরাপত্তা।
এসব উপজেলায় মোট ৬২ প্রার্থী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ২৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন।
এরই মধ্যে মতলব উত্তরে চেয়ারম্যান পদে এম এ কুদ্দুস, মতলব দক্ষিণে চেয়ারম্যান পদে এইচএম গিয়াসউদ্দিন ও হাজীগঞ্জে চেয়ারম্যান পদে গাজী মাইনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় এ ৩ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।
এ ছাড়া চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
চাঁদপুরের সাত উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ২৬ হাজার ৩৩৪ জন। মোট ভোট কেন্দ্র ৬৪৯টি।
বার্তা কক্ষ
২৪ মার্চ,২০১৯