Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব উত্তর দিঘলদীতে অগ্নিকাণ্ডে ৭ বসত ঘর পুড়ে ছাই
dhigoldi-fire

মতলব উত্তর দিঘলদীতে অগ্নিকাণ্ডে ৭ বসত ঘর পুড়ে ছাই

চাঁদপুরের মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর দিঘলদী গ্রামের মৃধা বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

৪ সেপ্টেম্বর বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪টায় এ অগ্নিকান্ডের ঘটনাটির ঘটে। এতে নগদ অর্থসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়। রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূচনা। আগুন নেভাতে গিয়ে স্থানীয় কাউন্সিলর মামুনুর রশিদ মৃধা, বিল্লাল হোসেন, নূর হোসেন গাজী, কাউছার, পুলিশ কনস্টেবল আলমগীরসহ ১০জন কম-বেশি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী রওশনআরাসহ আরও কয়েকজন এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটায় উপজেলার উত্তর দিঘলদী গ্রামের মৃধা বাড়িতে শাহজাহান মৃধার রান্নাঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই আগুন শাহজাহান মৃধার বসতঘর ছড়িয়ে পড়লে ওই ঘরে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুনের তীব্রতা বেড়ে আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় শাহজাহানের রান্না ও বসতঘর ছাড়াও ওই বাড়ির আজিম মৃধা, অলিউল্লাহ মৃধা ও নুরুল ইসলাম মৃধার একটি করে বসতঘর নগদ টাকা এবং মালামালসহ পুড়ে ছাই হয়।

বিষয়টি মতলব ফায়ার স্টেশনে জানানো হলে, ফায়ার ফাইটার (লিডার) ইকবাল হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১০ সদস্য দ্রুত ঘটনাস্থলে যান এবং এলাকাবাসীর সহায়তায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজয় মৃধা জানান, এ অগ্নিকান্ডে শাহজাহান মৃধার দুটি ঘরসহ তাঁদের তিনজনের পাঁচটি ঘর মালামালসহ পুড়ে গেছে। এর মধ্যে তাঁর (আজিম মৃধা) ঘরে রাখা ঋণের এক লাখ টাকাও পুড়ে ছাই হয়। বোনের বিয়ের খরচ মেটানোর জন্য কয়েকদিন আগে ওই টাকা স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ হিসেবে এনেছিলেন। তিনি আরও বলেন, ঘর ও টাকা হারিয়ে তিনি এখন সর্বস্বান্ত।

এ অগ্নিকাণ্ডে তাদের ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে মতলব থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মৃধা, স্থানীয় কাউন্সিলর মামুনুর রশিদ মৃধা, এডভোকেট আল-আমিন উজ্জ্বল ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ৪ সেপ্টেম্বর ২০১৯