Home / চাঁদপুর / ঢাবিতে এক খণ্ড চাঁদপুর ডাকাতিয়ার নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা
dhabi chandpur

ঢাবিতে এক খণ্ড চাঁদপুর ডাকাতিয়ার নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাবিতে এক খণ্ড চাঁদপুর ‘ডাকাতিয়া’-র নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৯ বুধবার(৪ সেপ্টেম্বর) ঢাবি পাবলিক লাইব্রেরীর মীর শওকত ওসমান মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি আনফাল সরকার পমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর সুজনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১(কচুয়া)আসনের সংসদ সদস্য ড. মহিউদ্দিন খাঁন আলমগীর, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলাম বীরউত্তম,

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দঃ এর সহ সভাপতি এ্যাড. নুরুল আমিন রুহুল, বাংলাদেশ আওয়ামীলীগ এর ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মহাপরিচালক (পাওয়ার সেল) ও আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী মোহাম্মদ হোসাইন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যাক্ষ মফিজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি ও সহযোগী অধ্যাপক হাসান মেহেদী।

অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন, ঢাকাতিয়ার সাবেক সভাপতি বাদশা শাওন, সাধারণ সম্পাদক সিদ্দিকি মহসিন পাটওয়ারী, বিডিসমাচার ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোঃ মহসিন হোসেন সহ সংগঠনের উপদেষ্টারা উপস্হিত ছিল।

অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার ও আয়োজন করেন। প্রসঙ্গত, এবার চাঁদপুর জেলা থেকে ৯০ জনের অধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মাননা করা হয়।

এসময় অতিথিরা ঢাবিতের চাঁদপুরের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল করার প্রতিশ্রুতি দেন।

প্রেস বিজ্ঞপ্তি, ৪ সেপ্টেম্ব ২০১৯