চাঁদপুর মেঘনা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার(২৯ এপ্রিল) দুপুরে শহর রক্ষাবাধের মোলহেড এলাকায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ নৌকার সাথে বেঁধে রাখা হয়। পরে জেলেদের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ বৃদ্ধের লাশটি চাঁদপুর মডেল তানায় হস্তান্তর করে।
স্থানীয় লোকজন জানায়, সকালে শহর রক্ষাবাধের মোলহেড এলাকার মেঘনার নদীর প্রবেশ মুখে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন প্রথমে নৌ পুলিশকে খবর দেয়া হয়।
এস আই ফজলুর রহমান জানান, আমরা খবর পেলে বড় স্টেশন মোলহেড থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করি। লাশটির দেখে মনে হয়েছে কয়েকদিন ধরেই নদীতে ভাসমান ছিলো। মুখের সাদা পাকা দাড়ি দেখে মনে হচ্ছে বয়স হবে ৭০ হবে।
চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানান, অজ্ঞাত ব্যক্তির লাশের বিষেয়ে নৌ পুলিশ চাঁদপুর মডেল থানাকে অবহিত করে। তবে এখানো পর্যন্ত কোন নাম পরিচয় জানা যায়নি। লাশের ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পরে থানার এস আই ফজলুর রহমান সর্ঙ্গীয়ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে লাশের সুরুতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,শরীফুল ইসলাম
২৯ এপ্রিল ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur