দিন, দিনই চাঁদপুরে বেড়ে চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত তিন দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে বেশ ক,জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রের করা হয়েছে।
বর্তমানে চাঁদপুর সরকারি হাসপাতালে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৮ জন রোগী ভর্তি থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ডেঙ্গু আতংকে পড়েছে সাধারন মানুষ। চাঁদপুরে ডেঙ্গু জ্বরের ভয়াবহতা নিয়ে গত ক,দিন ধরে চাঁদপুর সদর হাসপাতালে রোগীদের প্রচন্ড ভিড় দেখা দিয়েছে। ডেঙ্গু জ্বর পরীক্ষা করার জন্য প্রতিদিন হাসপাতালের আউটঢোরে বাড়ছে রোগীদের চাপ।
গত ৪ সেপ্টেম্ব বৃহস্পতিবার দুপুরে সরজমিনে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে গিয়ে দেখা যায় সেখানে শত, শত রোগী টিকেট সংগ্রহ করছেন, তাদের রোগ নির্নয়ের জন্য। এতটাই রোগীদের চাপ ছিলো যে দেখা গেছে টিকেট কাউন্টরের সামনে থেকে শুরু করে হাসপাতালের বাহিরে ও রোগীরা লাইনে দাঁড়িয়ে ছিলেন, টিকেট সংগ্রহের জন্য।
এছাড়াও বর্তমান আবহাওয়ার কারনে ও নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে ভিড় করছেন রোগীরা। এসব রোগীদের মধ্যে ডেঙ্গু জ্বর পরীক্ষ করার রোগীর সংখ্যাই বেশি।
খবর নিয়ে জানাযায়, গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদিনে সর্বমোট ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। শক্রবার ৬ সেপ্টেম্বর সারাদিনে ভর্তি হয়েছে ৭ জন এবং শনিবার ৭ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ভর্তি হয়েছে ৪ জন রোগী। এদের মধ্যে ক,জনকে চিকিৎসাসেবা দিয়ে ছুটি দেয়া হয়েছে এবং বেশ, কজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ আসিবুল আহসান চৌধুরী জানান, যেসব রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন, তাদের অধিকাংশ লোকই ঢাকা থেকে এই জ্বরে আক্রান্ত হয়ে এসেছেন। তারা আরো জানান, যে এ ক্ষেত্রে সর্তক থাকার জন্য ঘুমানোর সময় অবশ্বই মশারি ব্যবহার করতে হবে।
প্রতিবেদক : কবির হোসেন মিজি, ৮ সেপ্টেম্বর ২০১৯