Home / সারাদেশ / শাহরাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যানকে বিএনপি থেকে বহিষ্কার
delwar-miazi-suspended

শাহরাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যানকে বিএনপি থেকে বহিষ্কার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের টানা দু’বারের সাবেক চেয়ারম্যান ও উপজেলার বিএনপির আহবায়ক মো. দেলোয়ার হোসেন মিয়াজীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৯ জুন) সাধারণ সভার যৌথ সিদ্ধান্তমতে উপজেলা বিএনপির আহবাযক পদ থেকে তাকে বহিস্কার করা হয়।

তার স্থলে প্রবীণ বিএনপি নেতা আলহাজ্জ আবদুল মান্নান পাটওয়ারীকে নতুন আহবায়ক করা হয় ।

শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। দেশে আজ বিভিষিকাময় এক ভীতিকর অবস্থা। চার দিকে খুন, গুম আর ধর্ষণ। এভাবে একটি স্বাধীন দেশ চলতে পারেনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে হলে এবাং আমাদের মা’কে মুক্ত করতে হলে রাজপথই একমাত্র সমাধান। আন্দোলনের বিকল্প আর কিছুই হতে পারেনা। আমাদে পীঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর সময় নেই।’

ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাড়িতে শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্জ আবদুল মান্নান পাটওয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়বাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরী মোহন, সাবেক আহবায়ক ও সাবেক মেয়র আবদুল মান্নান খান, শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মমতাজ উদ্দিন, আয়াত আলী ভূইয়া, সেলিম পাটওয়ারী লিটন, অধ্যাপক মোজাহের হোসেন, আয়াত আলী ভূইয়া, জহিরুল ইসলাম, শাহ আলী, মোজাম্মেল হক পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফারুক হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, মো. দেলোয়ার হোসেন মিয়াজী শাহরাস্তি উপজেলা বিএনপির দীর্ঘদিন সভাপতি ছিলেন। ২১ মার্চ ২০১৮ তারিখে স্থানীয় মন্ত্রণালয়ের সচিব বরাবরে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে সড়ে দাঁড়ান। এর আগে ২৩ মার্চ ২০১৪ তারিখে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির মজুমদারকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

শাহরাস্তি করেসপন্ডেন্ট
৩০ জুন ২০১৯