বঙ্গোপসাগরে সৃষ্ট ভয়াবহ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে। এ কারণে কিশোরগঞ্জে বজ্রপাতে ৪ জন এবং বাগেরহাটে ১ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩ মে) বিকালে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জে নিহত ৪জনের পরিচয় পাওয়া যায়নি। বাগেরহাটে নিহতের নাম শাহানুর বেগম বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরেরের সর্বশেষ সংবাদে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা উপকূলে পৌঁছাবে ফণী এবং সারারাত ধরে বাংলাদেশ অতিক্রম করবে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও জলোচ্ছ্বাস হবে বলে জানা গেছে।
এদিকে ভারতের ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবের প্রভাবে বজ্রপাত ও গাছ উপড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশে ৮ জন ও উড়িষ্যায় ২ জনের মৃত্যু হয়েছে। (বিডি২৪লাইভ)
বার্তা কক্ষ
৩ মে ২০১৯