Home / চাঁদপুর / পুরাণবাজার একুশ উদযাপনের ৫০ বছর পূর্তিতে গুণিজন সংবর্ধনা
cricket-play-fact

পুরাণবাজার একুশ উদযাপনের ৫০ বছর পূর্তিতে গুণিজন সংবর্ধনা

‘সময় আলোকিত হোক একুশের চেতনায়’ এ শ্লোগানে চাঁদপুর পুরাণবাজার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের ৫০ বছর পূর্তি, গুণিজন সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ শনিবার দুপুর ১টায় মধুসূদন হাইস্কুল মাঠের কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিক্ষামন্ত্রী ও চাঁদপুর ৩ সদর আসনের সাংসদ ডা. দীপু মনি।

অনুষ্ঠানে ভাষাবীর এমএ ওয়াদুদকে মরণোত্তর সহ বিভিন্ন জনকে সম্মাননা প্রদান করা হয়। উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে ও মহ-সচিব ব্যাংকার মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারি দুলাল। স্বাগত বক্তব্য রাখেন, একুশ উদযাপন পরিষদের সভাপতি ফয়েজ আহম্মদ মন্টু।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, পুরাণবাজার একুশ উদযাপন পরিষদে ছাত্র সংসদের নেতারা এর সাথে জড়িত। যরা মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের মহান মুক্তিযুদ্ধে বিশেষ ভুমিকা রেখেছেন। এই পরিষদ গত ৫০ বছর ধরে নতুন প্রজন্মকে উৎসাহিত করে আসছে। তারা একুশ উদযাপনে সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগীতাসহগ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এজন্য আমি এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, জাতির পিতা শেখ মুকিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তুলছে। তাই আমাদের সকলে মিলে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইভটিজিংসহ সকল সমাজিকব্যাধিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি’র প্রশক্ষণ বিশেষজ্ঞ প্রফেসর ড. উম্মে আসমা, অ্যাড. আবুল ফজল ফাউনেডশনের পরিচালক লেখক মনিরা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাখ, পৌর প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি,

একাত্তর ফাউন্ডেশনের পচিালক হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, একুশ উদযাপন পরিষদের সহ-সভাপতি আলহাজ¦ আবুল বাশার মিলন, গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন মানিক, সাংস্কৃতিক উপ পরিষদের আহ্বায়ক ধ্রুবরাজ বণিক, সদস্য সচিব শীপন খানসহ উদযাপন পরিষদের সকল সদস্য এবং জেলা আওয়ামীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম
২৩ মার্চ, ২০১৯