চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পৌরসভা এলাকায় দু’রাতে ৭টি বিদেশি জাতের গাভী গরু চুরি হয়েছে। তৃতীয় রাতে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার ধাওয়ায় গরু না নিয়ে অটোরিক্সা ফেলে পালিয়ে যায় চোরের দল। গত এক সপ্তাহে পৌরসভার দক্ষিণ বাইশপুর, দুরগাঁও ও দক্ষিণ নলুয়া গ্রামে এ গরু চুরির ঘটনাগুলো ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২২ মার্চ রাত আনুমানিক সড়ে ১২টায় দূরগাঁও গ্রামের তবদিল হোসেন বেপারীর গোয়ালঘর থেকে অস্ট্রেলিয়ান জাতের একটি বাছুর (দেড় বছর) অটোরিক্সায় করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার ধাওয়ায় বাছুর না নিয়ে এবং তাদের নিয়া আসা অটোরিক্সা রেখে পালিয়ে যায় চোরের দল।
তবদিল হোসেন বেপারীর ছেলে সফিক বলেন, ওই দিন রাতে বৃষ্টি হওয়ায় সকলেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ১২টায় গরুর ডাক চিৎকার শুনে ঘর থেকে বেড়িয়ে দেখতে পায় ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি তাদের গোয়ালঘর থেকে ১টি বাছুর নিয়ে দ্রুত একটি অটোরিক্সায় উঠানো চেষ্টা করছে। সাথে সাথে চোর চোর বলে চিৎকার দিলে বাড়ি ও আশ-পাশের লোকজন এগিয়ে আসলে চোরের দল বাছুর না নিয়ে এবং তাদের নিয়ে আসা অটোরিক্সা (যার নম্বর চাঁদপুর-থ-১১-২১৮৩) ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরদিন সকালে থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে দক্ষিণ নলুয়া গ্রামের কৃষক সিটু খান বলেন, এ ঘটনার ৪দিন পূর্বে তার বাড়ি থেকে রাতের আধারে ৪টি অস্ট্রেলয়ান জাতের গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা।
বিষয়টি থানা পুলিশকে পরদিন অবহিত করেছেন। দক্ষিণ বাইশপুর গ্রামের আক্কাছ আলী প্রধান বলেন, ৭দিন পূর্বে গভীর রাতে তার গোয়ালঘর থেকে ৩টি অস্ট্র্রেলিয়ান জাতের গাভী গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
থানা অফিসার ইনচার্জ এ, কে, এম, এস ইকবাল বলেন, গরু চুরির বিষয়গুলো সাথে সাথে কেউই থানাকে অবহিত করেনি। যখন দুরগাঁও গ্রামে চুরি করতে গিয়ে অটোরিক্সা ফেলে চোর পালিয়েছে এবং অটোরিক্সা থানায় নিয়ে আসা হয়েছে তখন বাইশপুর ও দক্ষিণ নলুয়ার ক্ষতিগ্রস্তরা এসে বিষয়টি অবহিত করেছে।
তবে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur