সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়) আসনের সাবেক সাংসদ আনম এহসানুল হক মিলনকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে এবং থাইল্যান্ড থেকে দেশে ফিরতে বাধা না দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একইসঙ্গে মিলনকে চার সপ্তাহের মধ্যে দেশে ফিরতে ও ফেরার পর আদালতে প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
মিলনের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে রবিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মিলনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিষ্টার সানজিদ সিদ্দিকী।
আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রুলে মিলনকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষনা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মিলন গত ৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডে চিকিৎসার জন্য যাবার জন্য হযরত শাহজালাল বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিদেশ যেতে বাঁধা দেয়। এরপর তিনি হাই কোর্টে রিট আবেদন করেন।
বার্তা কক্ষ
১১ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur